Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না’

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কক্সবাজারে রক্তের হোলি খেলা চলতে দেয়া যাবে না। এটি টুরিস্ট প্লেস। এখানে টুরিস্টরা আসবে। আমরা শুনেছি, এখানে কয়েকটা প্রাণহানি হয়েছে। আর কোন সহিংসতা, আর কোন প্রাণহানি যেন এখানে না হয়। আমরা কোন সন্ত্রাসী, রক্তপাত দেখতে চাইনা। অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। গতকাল সোমবার বিকেলে কক্সবাজার টুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কঠোর হোন। আর কোন সহিংসতা যেন এখানে আমাদের দেখতে না হয়। আপনি যেভাবে পারেন এর ব্যবস্থা করুন। তিনি বলেন, যদি রোহিঙ্গারা রক্তপাত ঘটায়, মাদক নিয়ে আসে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো। মন্ত্রী বলেন, টুরিস্ট পুলিশ গঠিত হয়েছে বলেই পর্যটকরা এখন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছেন। ১০ বছর আগেও পর্যটকরা এখনে সাচ্ছন্দে ঘুরতে পারতেন না। কক্সবাজার টুরিস্ট পুলিশ কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, টুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশের চট্টগ্রাাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে টুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কিত একটি প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুরিস্ট প্লেস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ