পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ডিজেল-কেরোসিনের মূল্য বৃদ্ধি ও পরিবহণ মালিকদের ধর্মঘট নাটকে সাধারণ মানুষ বলির শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, সরকার হঠাৎ করেই জ্বালানি তেল ও কেরোসিনের দাম অস্বাভাবিক বাড়িয়েছে। এরই প্রেক্ষিতে কোন কথা-বার্তা ছাড়াই দেশের সমস্ত গণপরিবহন বন্ধ করে দিয়েছে মালিকরা। সরকার ও পরিবহন মালিকদের নাটকের বলি হয়েছে সাধারণ মানুষ।
গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে আয়োজিত মাসিক বৈঠকে নগর সভাপতির মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া নির্ধারণ করায় দূরপাল্লায় কিলোমিটার প্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে আরও দুর্বিষহ অবস্থার দিকে ঠেলে দেয়া হয়েছে নিম্ন আয়ের মানুষকে।
তিনি আরও বলেন, করোনাকালে কর্মহীন হয়ে পড়া অধিকাংশ শ্রমিক এখনো চাকরিতে ফিরতে না পেরে পরিবার-পরিজনসহ মানবেতর জীবনযাপন করছে। একদিকে শ্রমজীবী মানুষের উপার্জন ও ক্রয় ক্ষমতা কমে গেছে, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝে হঠাৎ করেই ডিজেল-কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়ছে। যার পুরো খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। দেশের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্যপণ্যের দাম কমানো দাবি জানাচ্ছি। এ সময় বৈঠকে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (পরশ), অর্থ সম্পাদক ডা. মুজিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ): বাংলাদেশ খেলাফত আন্দোলন (একাংশ) এর ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ আজম খান এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ এক বিবৃতি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দরুণ অন্যান্য পণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই সুযোগে গাড়ি ও লঞ্চ ভাড়াসহ যাতায়াত খরচ বেড়ে গেছে। এ সুযোগ অতিমুনাফাখোররা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। নেতৃদ্বয় অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবি জানান।
খেলাফত মজলিস :জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর নতুন করে বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী আখ্যায়িত করে অবিলম্বে জ্বালানি তেলের এবং বর্ধিত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ধর্মঘটের নামে যাত্রীদের জিম্মি করে অন্যায়ভাবে বাস ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের যখন ত্রাহি অবস্থা এ সময় জ্বালানি তেল-গ্যাস এবং বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধি করে জনগণের উপর জুলুম করা হয়েছে।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য ও বর্ধিত বাস ও লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবি জানান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া কমিয়ে জনসাধারণের দুঃখ-দুর্দশা লাঘবের দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে বলেন, দীর্ঘ ১৮ মাস করোনায় বিপর্যস্ত জনগণ যখন তা কাটিয়ে উঠার চেষ্টা করছেন, সে মুহুর্তে সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। তেলের দাম বাড়ায় সর্বক্ষেত্রে এর প্রভাব মারাত্মকভাবে পড়েছে। কাজেই তেলের দাম কমাতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।