Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে গম পাঠাতে চায় ভারত, সাড়া মেলেনি ইসলামাবাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৯:০৯ পিএম

তালেবান সরকারকে স্বীকৃতির প্রশ্নে ভারতের অবস্থান সন্দেহজনক হওয়ায় মানবিক সাহায্য হিসেবে আফগানিস্তানে গম পাঠাতে চাইলেও ভারতের এসব গম পাকিস্তানের মধ্য দিয়ে নিয়ে যেতে পাকিস্তানকে অনুরোধ করে এখনও ইসলামাবাদ থেকে সাড়া মেলেনি। –ইন্ডিয়ান এক্সপ্রেস

নয়াদিল্লির কর্মকর্তারা দ্রুত পাকিস্তানের প্রতিক্রিয়ার অপেক্ষা করছেন যাতে তারা দ্রুত সাহায্য হিসেবে ৫০ হাজার মেট্রিক টন গম আফগানিস্তানে পাঠাতে পারেন। স্থলপথে আফগানিস্তানে খাদ্যশস্য পাঠানোর জন্য ভারত গত মাসে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে।

বেশ কয়েকটি অনুষ্ঠানে ভারত আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সাহায্য পাঠাতে ইচ্ছা প্রকাশ করলেও ভারত তালেবান শাসনকে স্বীকৃতি দেওয়ার পরিণতি নিয়ে ভাবতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে। জানা যায়, ভারত সরকার আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম বহনকারী ট্রাক চলাচলের অনুমতি দেওয়ার জন্য পাকিস্তানকে একটি মৌখিক নোটও পাঠিয়েছে।

দেশটিতে শীতের কারণে, আফগানিস্তানকে বিপর‌্যস্ত করে দেওয়া আর্থিক সংকট ও চরম খাদ্য ঘাটতি থাকায় চীন ও তুরস্কসহ কয়েকটি দেশ গত কয়েক সপ্তাহে আফগানদের খাদ্যসামগ্রী পাঠানো শুরু করেছে।এত বড় পরিমাণের খাদ্য আকাশপথে পরিবহন করা কঠিন হবে বিধায় ভারত স্থলপথের প্রস্তাব করেছে।

কর্মকর্তারা বলেছেন যে, ৫০ হাজার মেট্রিক টন গম আফগানিস্তানে স্থানান্তর করার জন্য পাকিস্তান হয়ে ৫ হাজার ট্রাক পাঠাতে হবে। ভারতীয় ট্রাকগুলিকে অনুমতি না দিলে ওয়াঘা-আটারি সীমান্তের জিরো পয়েন্টে পাকিস্তানি ট্রাকে গম আনলোড করতে হবে এবং আবার লোড করতে হবে। জটিল প্রক্রিয়াটি একটি বিষয় যা ভেবে দেখার অনুরোধ ভারতের।

কর্মকর্তারা আরও বলেন, ভারতীয় পক্ষ চালানটি পাঠাতে পাকিস্তানকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে অনুরোধ করেছে। ভারতীয় অনুরোধে রাওয়ালপিন্ডির প্রতিক্রিয়া এবং সাহায্য গ্রহণে তালেবানের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। কেননা, তালেবানরা মস্কো এবং দোহাতে ভারতীয় কর্মকর্তাদের সাথে তাদের কথোপকথনে ইঙ্গিত দিয়েছেন যে, তারা ভারতের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য আগ্রহী।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ৮ নভেম্বর, ২০২১, ৯:১৯ পিএম says : 0
    এদের থেকে সাহায্য না নেওয়াই ভালো হবে,পাকিস্তান ও বাংলাদেশ যদি সকাল বেলায় যে নাস্তা করেন,শুধু এক টাইম নাসতার পয়সা সব নাগরিক দিলে এই রকম কয়েক হাজার গম হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ