প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা ‘বিফোর আই ডাই’ শিঘ্রই বাংলাদেশসহ একযোগে বিশ্বের চারটি দেশে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। তবে কোন কোন দেশে মুক্তি দেয়া হবে, তা এখনই জানাতে চান না নির্মাতা। সব ঠিক হলে জানাবেন। সম্প্রতি প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিচালক মিনহাজ কিবরিয়া সিনেমাটি মুক্তি দেয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সিনেমার নায়ক ইফতি আহমেদ, নায়ক আফ্রি সেলিনাসহ অন্যান্য কলাকুশলীগণ উপস্থিত ছিলেন। পরিচালক বলেন, সব বয়সী সব শ্রেণীর দর্শকের মন ভরাবে সিনেমাটি। এর শ্বাসরূদ্ধকর অ্যাকশন, সাসপেন্স এবং স্ট্যান্ট দৃশ্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আকৃষ্ট করে রাখবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বাংলাদেশের এ সিনেমাটি ভিন্ন চলচ্চিত্রের ভাবমর্যাদাকে উজ্জ্বল করবে বলে আশা করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর ঘটনবলী নিয়ে আবর্তিত হয়েছে বিফোর আই ডাই চলচ্চিত্রটি। এ ধরনের বিষয়বস্তু নিয়ে বাংলাদেশে এর আগে কোনো সিনেমা হয়নি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। হলিউড, বলিউডের পর কলকাতার সিনেমায় তাকে দেখা গেলেও প্রথমবারের মত বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন। গত বছর লন্ডন এবং ঢাকাসহ অন্যান্য লোকেশনে সিনেমাটির শুটিং স¤পন্ন হয়েছে। এর পোস্ট প্রডাকশনের কাজ হয়েছে মুম্বাইয়ে। পুরো টেকনিক্যাল টিম বিভিন্ন দেশের দক্ষ কলাকুশলীর সমন্বয়ে গঠিত। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী-মডেল আফ্রি সেলিনা, আমান রেজা, শ¤পা রেজা, লাবনী মারমা, সাংকু পাঞ্জা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।