Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘খড়কুটো’র হিন্দি রিমেক হবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

হিট বাংলা ধারাবাহিক নির্মিত হবে হিন্দিতে। হিন্দিতে সিরিয়ালটির নাম হবে ‘কাভি কাভি ইত্তেফাক সে’। প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন, ইয়েশা রুঘানি এবং মানান জোশি। বাংলা ধারাবাহিকটির মত হিন্দি রিমেকেও প্রথম সারির শিল্পীরা অভিনয় করবে, এদের মধ্যে আছেন, দেলনাজ ইরানি, রাজিব কুমার, নিশিগন্ধা ওয়াদ, মেহুল নিসার, যামিনী সিং, সোনিয়া শর্মা এবং অন্যরা। ‘খড়কুটো’ এরই মধ্যে ‘নাম্মা ভিটু পন্ন’ নামে তামিলে এবং ‘থিপকিয়াঁচি রঙ্গোলি’ নামে মারাঠিতে নির্মিত হয়ে জনপ্রিয়তা পেয়েছে। ‘খড়কুটো’ ২০২০ সালের আগস্টে প্রচার শুরু হয়। একটি একান্নবর্তী মুখার্জী পরিবারের কাহিনী নিয়ে ধারাবাহিকটি খুব জনপ্রিয়তা লাভ করে। কঠোর অনুশাসন মেনে চলে পরিবারের সদস্যরা। গুনগুন ভিন্ন এক পরিবেশে বড় হয়; পরিবারের কনিষ্ঠ ছেলে সৌজন্য’র সঙ্গে বিয়ে হয় তার। পরিবারটিকে সে অন্য এক আবহে নিয়ে যায়। সৌজন্য যখন শুধু বই নিয়ে পড়ে থাকে সেখানে গুনগুন মুখার্জী পরিবারে তার নিজের উচ্ছল আচরণ দিয়ে এক আনন্দময় পরিবারে পরিণত করে। ‘খড়কুটো’তে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন তৃণা সাহা এবং কৌশিক রায়। অন্যান্য ভূমিকায় অভিনয় করেন-দুলাল লাহিড়ী, চন্দন সেন, রত্না ঘোষাল, বাদশাহ মৈত্র, সোহিনী সেনগুপ্ত এবং অন্যরা। অম্বরিশ ভট্টাচার্য, রাজন্য মিত্র, দেবোত্তম মজুমদার এবং রাজা গোস্বামী ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। স্টার জলসার ধারাবাহিকটির চার শতাধিক পর্ব প্রচারিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খড়কুটো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ