Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শক্তিশালী দল নিয়েই নামছে ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৭:৪৬ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টসে জয় পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপর টানা দ্বিতীয়বারের মতো টসে জিতে বোলিং নিয়েছেন তিনি। 
 
গতকাল নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারানোর পর সুপার টুয়েলভ থেকেই ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়। আজ তাই তারা খেলতে নামছে নিয়ম রক্ষার ম্যাচে। শোনা যাচ্ছিল তাই ভারতের বড় তারকারা নামিবিয়ার বিপক্ষে খেলবেন না। তবে ভারত শক্তিশালী দল নিয়েই খেলছে। তারা দলে মাত্র একটি পরিবর্তন এনেছে। স্পিনার ভরুণ চক্রবর্তীর বদলে দলে সুযোগ পেয়েছেন দীপক চাহার। অন্যদিকে নামিবিয়াও তাদের দলে একটি পরিবর্তন এনেছে। একাদশে ফিরেছেন ফ্রাইলিঙ্ক। 
 
এদিকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এটি বিরাট কোহলির শেষ ম্যাচ। টসের পর তিনি এ বিষয নিয়ে কথা বলেছেন। তার উপর দীর্ঘদিন বিশ্বাস রাখায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ