দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। ১৯৯৮ সালে সর্বশেষবার পাকিস্তান সফর করেছিল ক্যাঙ্গারুরা।
ম্যাচগুলো হবে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে। প্রত্যেকটি শহরে হবে একটি করে টেস্ট ম্যাচ। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে শুধুমাত্র লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
৩ মার্চ করাচিতে প্রথম টেস্টের মাধ্যমে এ সিরিজের উদ্বোধন হবে। এই টেস্ট সিরিজের ম্যাচগুলো হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ। অপরদিকে ওয়ানডের ম্যাচগুলো আইসিসি বিশ্বকাপের সুপার লিগের অংশ।
অস্ট্রেলিয়ার সফরের বিষয়টি নিয়ে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, 'আমি অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাতে অত্যন্ত আনন্দিত।'
এদিকে এ সিরিজের আগে অস্ট্রেলিয়ার একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তানে সফর করবে। তারা সেখানে সবকিছু বিচার বিশ্লেষণ করে সবুজ সংকেত দিলে দুই দল মার্চে ঐতিহাসিক এ সিরিজে খেলতে নামবে।