Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন রেকর্ড বাবর-রিজওয়ানের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১০:২২ এএম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যের অন্যতম কারণ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের দুরন্ত পার্টনারশিপই কিন্তু এই বিশ্বকাপে পাকিস্তানের জয়ের ভিত মজবুত করে দিচ্ছে। যে কারণে চলতি বিশ্বকাপের একমাত্র দল হিসেবে সুপার-টুয়েলভের পাঁচটি ম্যাচেই জয় পেল পাকিস্তান। সেইসাথে এক বিশ্বকাপে বাবর-রিজওয়ান জুটি সবচেয়ে বেশি রান করে ফেলল।

রোববার স্কটল্যান্ডের বিরুদ্ধে যদিও এই জুটি সফল হয়নি। দলীয় ৩৫ রানের মাথায় আউট হয়ে যান রিজওয়ান। স্বাভাবিকভাবেই পাকিস্তান ওপেনিং জুটি এ দিন মাত্র ৩৫ রানের পার্টনারশিপ গড়ে। তবে এই ৩৫ রানের হাত ধরেই এই বিশ্বকাপে পার্টনারশিপে মোট ৩৪০ রান করে ফেলল তারা। এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে জুটিতে সর্বোচ্চ রান। এ দিন এই জুটি ছাপিয়ে গেল অ্যাডম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেনকে। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ