Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

লিভারপুলের অপ্রত্যাশিত হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ৮:৩১ এএম
ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে গতকাল রাতে  ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে অপরাজিত ছিল তারা। ওয়েস্ট হ্যাম তাদের সেই অপরাজিত থাকার যাত্রা থামিয়েছে সঙ্গে প্রিমিয়ার লিগে রেডদের এ মৌসুমে দিয়েছে প্রথম হারের স্বাদ। 
 
এর আগে সবশেষ হেরেছিল গত এপ্রিলে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে। এরপর আর কখনো হারের তীক্ত স্বাদ পেতে হয়নি তাদের। তবে  হারের সেই তীক্ত স্বাদটিও তারা পেয়েছে গোলরক্ষক অ্যালিসন বেকারের ভুলে। ম্যাচের একদম শুরুতেই আত্মঘাতী গোল করে বসেন তিনি। ফলে প্রথমেই পিছিয়ে যায় তারা।  প্রথমার্ধের শেষ দিকে এ গোল শোধ করে দলকো সমতায় ফেরান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
 
কিস্তু বেশিক্ষণ এ ব্যবধান ধরে রাখতে পারেনি লিভারপুল। ৬৭ ও ৭৪ মিনিটে পর পর দুটি গোল হজম করে তারা। ম্যাচের শেষ দিকে লিভারপুলের হয়ে দিভোগ ওরিগি গোল করলেও শেষ পর্যন্ত সমতাসূচক আর। কোন গোল পায়নি জার্গেন ক্লপের শির্ষ্যরা। 
 
ওয়েস্ট হ্যাম লিভারপুলকে হারিয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে। অপরদিকে রেডরা ২২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ