সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার একমাত্র দল হিসেবে সুপার টুয়েলভে পাঁচটি ম্যাচের সবগুলোতো জয় পেয়েছে পাকিস্তান। ভারত, নিউজিল্যান্ড বা আফগানিস্তান, কোন দলই তাদের সামনে পাত্তা পায়নি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে গেছে বাবর আজমের দল।
তবে আরব আমিরাতে শুধু যে বিশ্বকাপের পাঁচটি ম্যাচেই তারা জয় পেয়েছে এমনটি নয়। পাকিস্তান আরব আমিরাতের মাটিতে খেলা শেষ ১৬টি টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও হারেনি। প্রায় পাঁচ বছর আগে একবার মরুর দেশটিতে ২০ ওভারের ম্যাচে হারের স্বাদ পেয়েছিল তারা। এরপর শুধু তাদের উত্থানই হয়েছে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান দলের উপর সন্ত্রাসী হামলা হওয়ার পর আরব আমিরাতের মাটিতেই নিজেদের হোম ম্যাচগুলো খেলেছে পাকিস্তান। ফলে এখানকার কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত তারা।
এই বিশ্বকাপটি হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু
করোনা পরিস্থিতি খারাপ থাকায় আমিরাতে এটি স্থানান্তর করা হয়। এতে যেন সোনায় সোহাগা হয়েছে পাকিস্তানই। তারা পুরো নিজেদের ঘরের মাঠের সুবিধা পাচ্ছে এবারের বিশ্বকাপে। আর অপ্রত্যাশিতভাবে পেয়ে যাওয়া এ সুবিধা কাজে লাগাতে একটুও ভুল করছে না তারা। এখন পর্যন্ত তাদের পারফরমেন্স দেখে যা মনে হচ্ছে এবার শিরোপাটা পাকিস্তান তাদের ঘরে নিয়ে যেতেও পারে।