Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে অস্ট্রেলিয়াকে সেমিতে পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১১:৩০ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে পাকিস্তান। এর মাধ্যমে একমাত্র দল হিসেবে এবারেন বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে পাকিস্তান। ফলে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিল পাকিস্তান। অপরদিকে গ্রুপ-১ এ রানার্সআপ হয়ে সেমিতে এসেছে অস্ট্রেলিয়া। ফলে সেমিতে পাকিস্তান এখন অজিদের মোকাবেলা করবে।
 
শারাজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষেড ঝড় তুলে প্রথমে ব্যাট করে ১৮৯ রান করে পাকিস্তান। পাক ব্যাটসম্যানরা তাদের কাজটি ঠিক মতো করেছে। এরপর খেল দেখায় পাকিস্তানের বোলাররা। 
 
স্কটল্যান্ড এই পাহাড়সমান রান তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র ৪১ রান তুলেছে। হারিয়ে ফেলে দুটি উইকেট। দলীয় ২৩ রানের সময় অধিনায়ক কাইল কোয়েতজার ৯ রান করে হাসান আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। এরপর দলীয় ৩২ রানের সময় ম্যাথু ক্রস ৫ রান করে ফেরেন ইমাদ ওয়াসিমের বলে। এরপর ১১তম ওভারে হারিস রউফ পর পর জর্জ মানসেকে ১৭ রানে ও ব্রাজকে ০ রানে ফেরান। মাইকেল লিস্ক ও বেরিংটন মিলে রানের সংখ্যা বাড়ানোর চেস্টা করতে থাকেন। কিন্তু দলীয় ৮৭ রানের সময় শাহিন আফ্রিদির বলে ১৪ রান করে ফেরেন লিস্ক। তবে ধরে খেলতে থাকেন বেরিংটন। তিনি তুলে নেন হাফসেঞ্চুরি। তবে দলীয় ১১৪ রানের সময় ৪ রান করে ক্রিস গ্রেভেস ফেরেন রউফের বলে। বেরিংটন ৫৪ করে অপরাজিত থাকেন। ফলে স্কটল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১১৭ রানে থামে। 
 
এর আগে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করে পাকিস্তান। ম্যাচটিতে শেষ দিকে ঝড় তুলেন শোয়েব মালিক। তিনি ১৮ বল খেলে ৫৪ রান করেন। এই রান করার পথে ছয়টি ছক্কা হাঁকান তিনি। চার মারেন একটি। ম্যাচটির শেষ ৮ ওভারে ১১৪ রান করে পাকিস্তান। 
 
এর আগে টসে জিতে ম্যাচটির প্রথম দশ ওভ নিজেদের চিরাচরিত খেলাটা খেলতে পারেনি পাকিস্তান। শুরুর দশ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬০ রানই করতে সমর্থ হয় তারা। তবে এরপর ব্যাট করতে নামা মোহাম্মদ হাফিজ দ্রুত গতিতে ব্যাট চালাতে থাকেন। তাকে সঙ্গ দেন অধিনায়ক বাবর। যদিও ১৫ তম ওভার করতে আসা সাফইয়ান শরীফের বলে এলবিডব্লিউ আউট হয়ে যান হাফিজ। তিনি করেন ৩১ রান। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ হয়েছে তার। এই রান পূর্ণ করতে তার প্রয়োজন ছিল ১৮ রান। হাফিজ আউট হলেও বাবর তার খেলা চালিযে যেতে থাকেন এবং হাফসেঞ্চুরি তুলে নেন। এরপর শুরু হয় মালিক শো। তিনি ধুম ধারাক্কা মারতে থাকেন স্কটিশ বোলারদের। এর মাঝে অবশ্য বাবর ৬৬ রান করে ক্রিস গ্রেভেসের বলে ক্যাচ আউট হন। 
 
এর আগে ওপেনার মোহাম্মদ রিজওয়ান ১৫ রান ও হার্ডহিটার ব্যাটসম্যান ফখর জামান মাত্র ৮ রান করে ফিরে যান ক্রিস গ্রেভেসের বলে বোল্ড আউট হয়ে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ