Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শার্শায় নিকাহ রেজিস্টারকে ১ মাসের কারাদন্ড

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : যশোরের শার্শা উপজেলায় বাল্যবিবাহ পড়ানো ও ভূয়া কাবিননামা পাওয়ায় একজন নিকাহ রেজিস্টার (কাজী)কে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ দ-াদেশ প্রদান করেন।
জানা যায়, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে মহসিন আলী (৫২) নামে উপজেলার কায়বা ইউনিয়নের নিকাহ রেজিস্টারকে আটক করা হয়েছে। ৬৩টির মতো ভূয়া কাবিননামাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাল্যবিবাহ ও ভূয়া কাবিননামার মাধ্যমে অর্থের বিনিময়ে অসখ্য বিয়ে পড়ানোর অভিযোগ রয়েছে। তিতি শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের কলিম উদ্দিনের ছেলে এবং টেংরা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ বলে জানিয়েছেন শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার মন্ডল।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাছে ওই নিকাহ রেজিস্টার (কাজী) নিজের দোষ শিকার করায় তাকে এ দ-াদেশ দেয়া হয়েছে।
“রায় ঘোষণার পর তাকে যশোর জেলহাজতে পাঠানোর জন্য তাকে শার্শা থানা পুলিশে নিকট দেওয়া হয়েছে।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শার্শায় নিকাহ রেজিস্টারকে ১ মাসের কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ