Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রতিহিংসায় জড়াবেন না

নরসিংদীতে ইসি কবিতা খানম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, আপনারা নির্বাচনে প্রতিযোগিতা করেন, প্রতিহিংসায় জড়াবেন না। প্রতিহিংসার ফল ভালো হয় না। আইন নিজের হাতে তুলে নিবেন না। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হউন। আইন মেনে চলুন। নির্বাচনকে সুষ্ঠু করতে প্রার্থী, ভোটার ও এলাকার জনসাধারণকে ধৈর্য্যশীল হতে হবে। ইতোমধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার যেন আর পুনরাবৃত্তি না হয়। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্যদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সৎ ও নিষ্ঠার সাথে পালন করতে তিনি সকলের প্রতি আহবান জানান। গতকাল রোববার নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম আরো বলেন, বহু ত্যাগের পর মুক্তিযুদ্ধের চেতনায় অর্জিত বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে এবং এর সুফলতা ভোগ করতে পারে তার প্রতি সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। আধিপত্য বিস্তার, প্রতিহিংসা ও রেষারেষি না করে, সকলকে সহযোগিতার মানসিকতা নিয়ে পথ চলতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কলুষিত না করে সুষ্ঠু ধারায় ফিরে আসার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সহিংস ঘটনা যেন আর কোনো সময় না ঘটে সেদিকে লক্ষ্য রাখারও আহবান জানান তিনি। নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে চলা এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে যেন প্রশ্নবিদ্ধ করা না হয় তার প্রতি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার আহবান জানান।
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মেছবাহ উদ্দিনসহ ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজন চেয়ারম্যান প্রার্থী।
উল্লেখ্য, নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার চরাঞ্চলের দাঙ্গা হাঙ্গামা ও সংঘাতপ্রবণ ৮টি ইউনিয়নসহ মোট ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর। ইতোমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে ছোট বড় দাঙ্গা হাঙ্গামায় ৫ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আগামী ১১ নভেম্বর নরসিংদী সদর উপজেলার আলোকবালী, চরদিঘলদী এবং রায়পুরা উপজেলার পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ী, চরমধুয়া, নিলক্ষা, মির্জারচর, চরসুবুদ্ধি, হাইরমরা, আমিরগঞ্জ ও মির্জানগর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি কবিতা খানম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ