প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সুপারহিরো থেকে এবার ডিজনির ফিল্মে খল ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট। ডিজনির ‘স্নো হোয়াইট’ লাইভ অ্যাকশন রিমেকে গ্যাডট ইভিল কুইনের ভূমিকায় অভিনয় করবেন। ডিজনির প্রথম দিকের এনিমেটেড ফিল্ম ছিল ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ’ (১৯৩৮)। ব্যাপক বক্সঅফিস সাফল্যের পর ফিল্মটি ক্লাসিকের মর্যাদা লাভ করে। তার সাম্প্রতিক অ্যাকশন কমেডি ‘রেড নোটিস’-এর প্রিমিয়ারে তিনি বলেন, ‘আমি এখনই বেশি কিছু বলতে পারছি না। ইভিল কুইনের মুকুট মাথায় পরতে তর সইছে না।’ গ্যাডট (৩৬) ‘স্নো হোয়াইট’ ফিল্মে ফেয়ার প্রিন্সেসের ভূমিকায় রেচেল জেগলারের সঙ্গে শিল্পী তালিকায় যোগ দেবেন। ইভিল কুইনের ভূমিকায় গ্যাডট ছিলেন ডিজনির প্রথম পছন্দ। তিনি জানান অ্যাঞ্জেলিনা জোলি (২০১৪’র ‘ম্যালেফিসেন্ট’ কেন্দ্রীয় চরিত্র) এবং কেইট ব্লান্চেটকে (২০১৫’র ‘সিন্ডারেলা’তে লেডি ট্রেমেইন) ডিজনির ফিল্মে খল ভূমিকায় দেখে তিনি অনুপ্রাণিত হন। নতুন ‘স্নো হোয়াইট’ ফিল্মে মূল ফিল্মের কাহিনী এবং সঙ্গীতকে অনুসরণ করা হবে। নির্মাণ শুরু হবে আগামী বছর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।