আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ খেলতে নামছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এ ম্যাচটির উপর নির্ভর করছে নিউজিল্যান্ড ও ভারতের সেমিফাইনাল ভাগ্য। এ ম্যাচটিতে নিউজিল্যান্ড জয় পেলে কোন হিসাব-নিকাশের প্রয়োজন হবে না। নিউজিল্যান্ড সরাসরি যাবে বিশ্বকাপে। তবে কিউইরা যদি হেরে যায় তখন সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা তৈরি হবে ভারতের। নিজেদের শেষ ম্যাচে কোহলিরা তখন নামিবিয়াকে হারালেই চলবে।।
আর এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। আফগান অধিনায়ক আগেও বলেছিলেন টসে জিতলে তারা আগে ব্যাট করবেন এবং প্রথমে ধুম ধাড়াক্কা পিটিয়ে বড় সংগ্রহ করবেন এরপর বাকি কাজটি তাদের বোলাররা করবে। এটিই তাদের মূল নীতি। তবে ভারতের বিপক্ষে টসে জিতেও তিনি বোলিং নিয়েছিলেন। আজ কিউইদের বিপক্ষে টসে জিতে আবার নিজেদের নীতিতে ফিরল তারা।
নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে খেলতে নামে নামিবিয়ার বিপক্ষে। সে ম্যাচে তারা বড় ব্যবধানের জয় তুলে নেয়। ওই ম্যাচে নিউজিল্যান্ড যে দল নিয়ে খেলেছিল সেই একই দল নিয়ে আজকের ম্যাচটিতেও খেলবে তারা।
অপরদিকে আফগানরা শেষ ম্যাচে খেলে ভারতের বিপক্ষে। ম্যাচটিতে তারা হেরেছিল শোচনীয়ভাবে। ভারতের বিপক্ষে আফগানরা যে দল নিয়ে সেখান থেকে একটি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন স্পিনার মুজিব জাদরান। সারাফুদ্দিনের জায়গায় খেলবেন তিনি।