Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোয়েব আক্তার চান ভারত যেন.....

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ২:৪১ পিএম | আপডেট : ৩:২৩ পিএম, ৭ নভেম্বর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ভারত 'ডু অর ডাই' অবস্থায় পরেছিল কবে, এ কথা হয়ত অনেকের মনে নেই। তবে এবারের বিশ্বকাপে এমন পরিস্থিতিতে পরেছে ম্যান ইন ব্লুরা। ভারতের সেমিফাইনাল ভাগ্য আজ নির্ভর করছে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে। এ ম্যাচটিতে কিউইরা আফগানদের বিপক্ষে হারলে ভারতের সেমির আশা বেঁচে থাকবে। এরপর আগামীকাল নামিবিয়াকে হারালে শেষ চারে খেলবে তারা। কিন্তু আফগানিস্তান যদি হেরে যায় তাহলে সব আশা শেষ। ভারতকে আগামীকাল তখন খেলতে হবে নিয়মরক্ষার ম্যাচ। 
 
তবে পাকিস্তানের সাবেক কিংবদন্তি বোলার শোয়েব আক্তার চান ভারতই সেমিতে যাক। এরপর সেমি থেকে ফাইনালে, সেখানে পাকিস্তানের বিপক্ষে শিরোপার লড়াইয়ে খেলবে। এতে করে বিশ্বকাপের উন্মাদনা আরো বাড়বে এবং এ বিষয়টি মন থেকে চান তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এমন কথা বলেছেন শোয়েব । যদিও ভারতের সেমিতে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। 
 
এ ব্যপারে শোয়েব বলেন, 'অনেকে বলছে নিউজিল্যান্ড যেন ভারতকে (আফগানিস্তানকে হারিয়ে) বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়। আমি নিউজিল্যান্ডের পক্ষে কথা বলতে পারছি না। আমি শুধু আশা করি পাকিস্তান গ্রুপ- ২ থেকে চ্যাম্পিয়ন হোক। এরপর কি হবে (সেমিতে কার বিপক্ষে খেলবে পাকিস্তান) সেটি নিয়ে চিন্তার কিছু নেই। ' 
 
'পাকিস্তান স্কটল্যান্ডকে হারালে গ্রুপে শীর্ষস্থানে থাকবে। কোন দলের বিপক্ষে সেমিতে খেলবে এটি নিয়ে চিন্তার কিছু নেই। হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে, যেটি আমি আগে বলেছি যে ভারতের সঙ্গে শুধু একটি ম্যাচ কেন? কেন ফাইনালেও খেলব না?। ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ সম্ভব।' যোগ করেন তিনি। 
 
'আমার মতে ভারতের এ সম্ভাবনা আছে অনেক। এখন নির্ভর করছে আফগানিস্তান ভারতকে ফাইনালে নিতে পারবে কি না।' 
 
শোয়েব আরো বলেছেন দুই চির প্রতিদ্বন্দ্বি ফাইনালে খেললে তা ক্রিকেটের জন্যই ভালো হবে। 'পুরো ভারত আফগানিস্তানকে সমর্থন জানাবে। আমরা ভালো ক্রিকেটের প্রতি সমর্থন জানাব।  এটা একটি দারুণ রোমাঞ্চার মূহুর্ত। আমার মনের ইচ্ছা ভারত ফাইনালে খেলবে এবং আমরা তাদের ফাইনালে হারাব।' বলেন শোয়েব।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ