Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো ছিল’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১:৪৭ পিএম

পাকিস্তানের অধিকাংশ মানে ৯০% মানুষ মনে করেন টি২০ বিশ্বকাপে ভারত-আফগানিস্তানের ম্যাচ পাতানো ছিলো। এদিকে অন্যরকম এক ম্যাচ হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সুপার টুয়েলভে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবিতে নিউজিল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান।

এর সঙ্গে অবশ্য পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদেরও জুড়ে দেওয়া যায়। কারণ ম্যাচটির ফলাফলের দিকে তাকিয়ে তারাও। কেননা এই আফগানিস্তানের কারণেই ভয়ংকরভাবে বিশ্বকাপ শুরু করা ভারত এখনো সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বুনছে।

ভারতের বিপক্ষে আগফানদের হার যেভাবে মেনে নিতে পারেনি পাকিস্তানিরা, ঠিক তেমনই আজ আফগানের জয়ও প্রত্যাশা করেন না তারা।

আফগানিস্তানের বিপক্ষে ভারতের ওই ম্যাচকে এখনো পাতানো বলে বিশ্বাস করছেন অনেক পাকিস্তান সমর্থক।

সাবেক পাক গতি তারকা শোয়েব আখতারের মতে, ৯০ শতাংশ পাকিস্তানির বিশ্বাস ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো ছিল।

শুক্রবার পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম জিও টিভির ক্রিকেটভিত্তিক অনুষ্ঠান ‘জশনে ক্রিকেটে’-এ অতিথি হয়ে এসে এ দাবি করেন শোয়েব আখতার।

তিনি বলেন, ‘৯০ শতাংশ মানুষ বিশ্বাস করে ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো ছিল। তবে আজ ভাগ্যক্রমে সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও লাভ হবে না ভারতের। আমরা ফাইনালে ভারতকে ধ্বংস করে দেব।’

উল্লেখ্য, ভারতের বিপক্ষে ওই মাচে আফগানিস্তানের বেশ কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল। টসে জিতে আফগানিস্তান বোলিং বেছে নিয়েছিল। যা বিস্মিত করেছে সবাইকে। অথচ এ দলটি যেকোনো কন্ডিশনে আগে ব্যাট করতে পছন্দ করে। টি-টোয়েন্টিতে এর আগে ৪৩ ম্যাচে টসে জিতে ৩৪ বারই ব্যাট করেছে আফগানিস্তান।

দ্বিতীয়ত এক ওভার বল করে নাভিন ও গুলবাদিনের চেয়ে ভালো করে শুরু করেছিলেন মোহাম্মদ নাবি ও করিম জানাত। কিন্তু এ দুজনকে এরপর অনেকটা সময় বোলিংয়ে দেখা যায়নি। স্পিনার রশিদ খানকে সেদিন দেরিতে আক্রমণে এনেছিলেন মোহাম্মদ নবী।

তাছাড়া ফিল্ডিংয়ে আফগানদের শরীরী ভাষাও ছিল প্রশ্নবিদ্ধ।
ম্যাচটি যতটা না গুরুত্বপূর্ণ আফগানদের জন্য তার চেয়েও বেশি ভারতের। কারণ এ ম্যাচে জয়-পরাজয় দিয়েই সেমিফাইনাল ভাগ্য নির্ধারণ হবে কোহলিদের। তাই ম্যাচকে ঘিরে আফগানদের চেয়ে বেশি উদ্বিগ্ন ভারতীয়রা।

আবুধাবিতে আজ রশিদ-নাবিরা হেরে গেলে আগামীকাল নামিবিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের আগেই শেষ হয়ে যাবে ভারতের বিশ্বকাপ। লড়াইটা তাই রূপ নিয়েছে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ও ভারত।


প্রসঙ্গত, আগে ব্যাটিং পেয়ে ওই ম্যাচে রোহিত-রাহুলের রেকর্ড জুটিতে ভর করে ২১০ রানের পাহাড় জমা করে ভারত। জবাবে আফগানিস্তান ১৪৪ রান সংগ্রহ করে। ৬৬ রানে হেরে যায় আফগানিস্তান।



 

Show all comments
  • MD Akkas ৭ নভেম্বর, ২০২১, ৫:১১ পিএম says : 0
    এতে ভাবা ভাবির কি আছে।ম্যাচ পাতানো ছিল। আমি প্রথম থেকেই বলে আসছি।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ ফজলুল হক ৭ নভেম্বর, ২০২১, ৫:১৪ পিএম says : 0
    যদি পাতানো ম্যাচ হয় তাহলে ভারতের জন্য তা লজ্জার।
    Total Reply(0) Reply
  • Rajuan Karim ৭ নভেম্বর, ২০২১, ৫:১৫ পিএম says : 0
    ক্রিকেট খেলা হলো সৌন্দর্যের প্রতীক নান্দনিক খেলা। আর এটা নষ্ট করছে ইন্ডিয়া জুয়া ডুকাইয়া। পুরো ইন্ডিয়াকে ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা উচিত।
    Total Reply(0) Reply
  • Mahmudul Bashar ৭ নভেম্বর, ২০২১, ৫:১৫ পিএম says : 0
    ম্যাচ যে পাতানো ছিলো এটা ইন্ডিয়ার প্লেয়ারদের মুখের কথায় বুজা যায়
    Total Reply(0) Reply
  • Arr Enter Price ৭ নভেম্বর, ২০২১, ৫:১৫ পিএম says : 0
    Icc কে অনুরোধ করছি ম্যাচ টাকে তদন্তের আওতায় আনা হোক।
    Total Reply(0) Reply
  • Jubaer Ahmed ৭ নভেম্বর, ২০২১, ৫:১৫ পিএম says : 0
    আইছিছি এখন ঘুমাইতেছে ডিসটার্ব করা যাবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ