টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যতোটা না উত্তেজনা ছড়িয়েছিল তার চেয়ে বেশি উত্তেজনা ছড়াচ্ছে আফগান-নিউজিল্যান্ড। কারণ এর মধ্যেই যে জড়িয়ে আছে ভারতের সেমির ভাগ্য। তাই ম্যাচটি নিয়ে ভারতের মাথাব্যথাও অন্যদের চেয়ে বেশি। ভারতের কিংবদন্তিরাও বিচার বিচার বিশ্লেষণ করছেন কিভাবে কি হবে। এ তালিকায় এখন যোগ দিয়েছেন ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার। তিনি বলছেন, আফগানিস্তান যদি আজ তাদের স্পিনার মুজিব জাদরানকে নেয় এবং তিনি খেলতে পারেন তাহলে অঘটন ঘটলেও ঘটতে পারে। তিনি বলেছেন যে কোনভাবে তিনি মুজিবকে চান। ইনজুরির সমস্যার কারণে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি মুজিব।
এ ব্যপারে গাভাষ্কার বলেন, 'আমি শুধু চাই মুজিব যেন এ ম্যাচটির জন্য ফিট থাকে। এর অর্থ তাদের দলে আরেকজন রহস্যময়ী স্পিনার যোগ হবে।'
'মুজিব সত্যিই প্রধান ব্যপার হবে ম্যাচটির ক্ষেত্রে। সে অনেকটা ভরুন চক্রবর্তীর মতো। তার চেয়েও বেশি অভিজ্ঞতা মুজিবের। তাই আমি মনে করি মুজিব আর রশিদ খান পার্থক্য গড়ে দেবে।' যোগ করেন গাভাস্কার।