নেইমার-এমবাপ্পে পিএসজিতে একসঙ্গে খেলছেন ২০১৭ সাল থেকে। তাদের মধ্যে বোঝাপরাটা বেশ ভালো। প্রায়ই দলের হয়ে একসঙ্গে জ্বলে উঠেন তারা। আজও লিগ ওয়ানে বোর্ডোর বিপক্ষে সমান তালে আক্রমণ করেছেন দুইজন। গোল করে, গোল করিয়ে দুইজন মিলে দলকে এনে দিয়েছেন ৩-২ গোলের বড় ব্যবধানের জয়। সঙ্গে লিগ ওয়ানে পয়েন্ট টেবিলে তারা যে আধিপত্য দেখাচ্ছে, সেটিও আরো পাকাপোক্ত করল তারা। বর্তমানে পিএসজি পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা লঁসের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে।
ম্যাচটিতে প্রথমার্ধে জোড়া গোল করেন নেইমার। তার দুই গোলেই অবদান রাখা এমবাপ্পে বাড়ান ব্যবধান। শেষ দিকে দুটি গোল শোধ করে বোর্ডো। কিন্তু সমতায় আর ফিরতে পারেনি তারা।
ম্যাচে গোলের উদ্দেশ্যে ৯টি শট নেয় পিএসজি, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর বোর্ডো ১৮টি শটের ছয়টি লক্ষ্যে ছিল।
পেশির চোটে এই ম্যাচে ছিলেন না আর্জেন্টাইন তারকা মেসি। তাকে ছাড়াই বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা। যদিও মেসি লিগে এখন পর্যন্ত কোন গোল পাননি।
এখন পর্যন্ত তিনি মোট পাঁচটি ম্যাচ খেলেছেন লিগ ওয়ানে। কঁপাল খারাপ তাই তিনি বল জালে জড়াতে সমর্থ হননি। কারণ তার করা কয়েকটি শট বারে লেগে ফিরে এসেছিল।