Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়াই গেল সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১১:২৩ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ রানের বড় সংগ্রহ করে অস্ট্ররলিয়াকে টপকে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছিল দক্ষিণ আফ্রিকা। তবে এজন্য ইংলিশদের ১৩০ রানের মধ্যে বেঁধে ফেলতে হতো তাদের। তবে সেই আশা প্রায় শেষ হয়ে গেছে । কারণ ইংল্যান্ড ১৬ ওভার খেলেই ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান করে ফেলেছে। ফলে দক্ষিণ আফ্রিকাকে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হচ্ছে, সেখানে ইংল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে ভালো খেলেছে তারা। এবারের বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় রান করেছে তারা। ব্যাটসম্যানরা জ্বলে উঠলেও বোলাররা জ্বলে উঠতে পারেননি, ফলে হতাশা নিয়েই এবারের বিশ্বকাপ মিশন শেষ করতে হচ্ছে প্রোটিয়াদের।
 
শেষ চার ওভারে এখন জয় পেতে ইংল্যান্ডের প্রয়োজন ৪৬ রান। এখন দেখার বিষয় ইংলিশদের বিপক্ষে জয় তুলে নিতে পারে কি না দক্ষিণ আফ্রিকা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ