Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আ.লীগের দুই গ্রুপে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা

আওয়ামী লীগের দুই গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কাশেম শাহীন গতকাল সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে উপজেলার আওয়ামী লীগের একটি গ্রুপ। পরে একই এলাকায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু’র অনুসারীরা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামির বিচারের দাবিতে সমাবেশ আহ্বান করেন। এ অবস্থায় দু’টি বিবদমান গ্রুপের যেকোন ধরনের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটানা এড়াতে এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সেখানে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড চত্ব¡রে একই দাবিতে আওয়ামী লীগের দু’টি গ্রুপ সমাবেশ ডাকলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। এরপর থেকেই স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ এমপি রানাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও ফাঁসির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অপরদিকে এমপি রানার অনুসারীরা তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগের দুই গ্রুপে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ