Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইথিওপিয়াতে জোটবদ্ধ হচ্ছে আবি বিরোধীরা

বিবদমান পক্ষগুলোকে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

ইথিওপিয়াতে রাজনৈতিক পরিবর্তনের জন্য চাপ দিতে ৯টি সরকারবিরোধী সংগঠন জোট গঠন করতে যাচ্ছে। শুক্রবার দুটি সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, বিদ্রোহীরা যখন রাজধানীর দিকে আগাচ্ছে তখন প্রধানমন্ত্রী আবি আহমেদের ওপর আরও চাপ প্রয়োগ করতে এই জোট গঠন করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি গোষ্ঠীর সশস্ত্র যোদ্ধা রয়েছে। তবে এটি স্পষ্ট নয়, জোটবদ্ধভাবে তারা কী করবে। এক সংগঠক ইয়োহানেসি আব্রাহা, এই জোটের আওতার মধ্যে রয়েছে রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক ও নর্দান তাইগ্রে ও ওরোমো লিবারেশন আর্মির মধ্যকার বিদ্যমান চুক্তির সম্প্রসারণ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুক্রবার এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ইউনাইটেড ফ্রন্ট অব ইথিওপিয়ান ফেডারেলিস্ট অ্যান্ড কনফেডারেলিস্ট ফোর্সেস নামের এই জোটে রয়েছে তাইগ্রে পিপল’স লিবারেশন ফ্রন্ট। এই গোষ্ঠী এক বছর আবি সরকারের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে। এই যুদ্ধে হাজারো মানুষ নিহত ও লাখো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। অপরদিকে, সংঘাত কবলিত ইথিওপিয়ায় বিবদমান পক্ষগুলোকে ‘স্থায়ী যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চলমান সামরিক সংঘর্ষের সম্প্রসারণ ও তীব্রতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে ১৫ সদস্যের সংস্থাটি। শুক্রবার যৌথ বিবৃতিতে প্রথমবার দেশটির যুদ্ধরত পক্ষগুলোকে সংঘাত বন্ধের আহ্বান জানালো নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে বলা নিরাপত্তা পরিষদ ইথিওপিয়ার সবপক্ষকে ঘৃণামূলক বক্তব্য, সহিংসতা ও বিভেদ সৃষ্টির প্ররোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একইসাথে ‘শত্রুতা বন্ধ করে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে আলোচনার কথা উল্লেখ করেছে ১৫ সদস্যের এই পরিষদ। শুধু তাই নয়, সংঘাত কবলিত অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশাধিকারেরও আহ্বান জানানো হয়েছে। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকার বিদ্রোহীদের সাথে গত এক বছর ধরে লড়াই করছে দেশটির কেন্দ্রীয় সরকারের বাহিনী। সম্প্রতি বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমফারা অঞ্চলের দেসি এবং কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা আরও দক্ষিণে রাজধানী আদ্দিস আবাবা অভিমুখে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। সরকার বলছে, সেনাবাহিনী এখনও নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য লড়াই করছে। পরিস্থিতি অবনতি হওয়া দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শান্তিতে নোবেলজয়ী আবি আহমেদ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ