Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

রাশিয়ার সাইবার অপরাধী গোষ্ঠী ডার্কসাইডের নেতাদের ধরতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়। গত মে মাসে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটি জ্বালানি সরবরাহ লাইনে সাইবার হামলা চালানো হয়। ওই হামলার জন্য রাশিয়ার সাইবার অপরাধীদের দায়ী করে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, মে মাসে ওই সাইবার হামলার জন্য ডার্কসাইড দায়ী ছিল। যার ফলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বে স্থানীয়ভাবে জ্বালানি সংকট দেখা দেয়। একটি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘এই পুরস্কার মার্কিনিদের সাইবার অপরাধীদের শোষণের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি বিশ্বব্যাপী সাইবার হামলায় ভুক্তভোগীদের রক্ষা করার জন্য প্রতিশ্রুতিও প্রদর্শন করে।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ