মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানরা ক্ষমতায় ফেরার পর প্রথম একজন নারী অধিকারকর্মী নিহত হলেন। তার নাম ফ্রোজান সাফি (২৯)। তিনি অর্থনীতির একজন লেকচারার। উত্তর আফগানিস্তানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, ২০ শে অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। অবশেষে মাজারে শরীফ শহরের একটি মর্গে তার লাশ শনাক্ত হয়। তার বোন রিতা একজন চিকিৎসক। তিনি বলেন, পোশাক দেখে আমরা লাশ শনাক্ত করেছি। বুলেটে তার মুখ ঝাঁঝরা হয়ে গেছে। বুলেট ছোড়া হয়েছে তার সারাদেহে। গুনে শেষ করা যাবে না। বুলেট বিদ্ধ হয়েছে তার মাথা, হৃদপিণ্ডে, বুকে, কিডনিতে এবং পায়ে। রিতা আরো বলেন, তার বোনের হাতে ছিল এনগেজমেন্টের আংটি। সাথে ছিল ব্যাগ। তার কিছুই এখন নেই। চিকিৎসক মেরাজ ফারুকি বলেন, গুলি করে হত্যা করা হয়েছে এমন অজ্ঞাত দুটি লাশ বৃহস্পতিবার তালেবান নিরাপত্তা রক্ষীরা বলখ প্রদেশের হাসপাতালে নিয়ে যান। ওদিকে বলখ প্রদেশে তালেবানদের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক জাবিহুল্লাহ নূরানি বলেছেন, মাজারে শরীফে একটি বাড়িতে দু’জন পুরুষের মৃতদেহের সাথে এই দুটি দেহ পড়ে থাকতে দেখেন তালেবানরা। ফলে ব্যক্তিগত শত্রুতার শিকারে পরিণত হয়ে থাকতে পারেন তারা। এ বিষয়ে পুলিশ তদন্ত
করছে। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।