Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনকে কঠোর পরিণতির হুমকি ইইউর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

অনুচ্ছেদ ১৬ সক্রিয় করলে ব্রিটেনকে কঠোর পরিণতির হুমকি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ইইউয়ের কমিশনার মারোস সেফকোভিচ বলেছেন, উত্তর আয়ারল্যান্ড নিয়ে বিরোধে ব্রিটেনের পক্ষ থেকে ব্রাসেলস কোনো ছাড় দেখতে পায়নি। আয়ারল্যান্ডের ভবিষ্যত নিয়ে সমঝোতায় আন্তরিকতায় অভাব আছে বৃটিশ সরকারের। এমন অভিযোগের পর নতুন করে এক বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়ন। সতর্কতা দিয়ে বলা হয়েছে, ডাউনিং স্ট্রিট যদি বেক্সিট পরবর্তী চুক্তি স্থগিত রাখে তাহলে তাদেরকে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে। এ খবর দিয়েছে লন্ডনের প্রভাবশালী পত্রিকা অনলাইন গার্ডিয়ান। এর আগে ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ফ্রস্টের সাথে উত্তেজনায় ভরা মিটিং সম্পন্ন করেন মারোস সেফকোভিচ। সেখান থেকে বেরিয়ে এসে তিনি বলেন, ব্রাসেলস সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা সত্ত্বেও, আমরা ব্রিটেনের পক্ষ থেকে মোটেও নড়চড় দেখতে পাচ্ছি না। ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডে মুক্ত বাণিজ্য নিশ্চিত করতে ব্রেক্সিট চুক্তিতে কি পরিবর্তন আনা যেতে পারে তা নিয়ে উভয় পক্ষ তিন সপ্তাহ ধরে আলোচনা চালিয়েই যাচ্ছে। কিন্তু কোনো ফল আসছে না। ইউরোপিয়ান ইউনিয়ন প্রস্তাব করেছে সব কাস্টমস কমিয়ে অর্ধেক করে দিতে। যেসব পশু এবং উদ্ভিজ পণ্য সুপারমার্কেটে যাচ্ছে তার শতকরা ৮০ ভাগের স্বাস্থ্য পরীক্ষা কমিয়ে আনতে। সেফকোভিচের মতে, এসব বিষয়ে ডেভিড ফ্রস্টের দিক থেকে কোনো প্রচেষ্টাই নেই। তারা প্রস্তাবের সাথে যুক্ত হতে আগ্রহ দেখান না। সেফকোভিচ বলেন, আমি বিষয়টিকে হতাশাজনক হিসেবে দেখছি। আরো একবার বৃটিশ সরকারকে অনুরোধ করছি আন্তরিকতার সাথে এ বিষয়টিতে যুক্ত হতে। এ প্রেক্ষিতে আগামী সপ্তাহকে আমি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একটি সমাধানে সব রকম প্রচেষ্টা নেয়া উচিত। আমাদের উদ্দেশ্য হলো উত্তর আয়ারল্যান্ডের জন্য স্থিতিশীলতা ও ভবিষ্যত নিশ্চিত করা। এ সময়ে আমরা আর্টিক্যাল ১৬’র কথা খুব শুনতে পাচ্ছি। তবে এতে কোনোই সন্দেহ নেই যে, সমঝোতার জন্য আর্টিক্যাল ১৬ সক্রিয় করলে তাতে ভয়াবহ এক পরিণতি ভোগ করতে হবে। বিষয়টি উত্তর আয়ারল্যান্ডের জন্য গুরুত্বর। কারণ, এর ফলে সেখানে এক অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা সৃষ্টি হবে। একই সাথে ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যে সম্পর্কেও গুরুত্বর প্রভাব ফেলবে। কারণ, ওই আর্টিক্যাল সর্বসম্মত একটি সমাধান বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে। এই প্রটোকলের অধীনে উত্তর আয়ারল্যান্ড পণ্যের জন্য একটি সিাথেল মার্কেট হিসেবে থেকে যাবে। এ ঘটনা তখন ঘটবে, যখন ব্রিটেনের পণ্যের ওপর ইউরোপিয়ান ইউনিয়নের কাষ্টমস রুলবুক প্রয়োগ করা হবে। ব্রাসেলসের মতে, এটা বাস্তবায়ন বা প্রয়োগ করা হলে তাতে উত্তর আয়ারল্যান্ডে রাজনৈতিক বিশৃংখলা দেখা দেবে। তবে শুক্রবার লর্ড ফ্রস্ট পুনরুল্লেখ করেছেন যে, যেসব প্রতিকারের প্রস্তাব এসেছে তা সুদূরপ্রসারী নয়। বৃটিশ সরকার চায় উত্তর আয়ারল্যান্ড এবং বিস্তৃত একক মার্কেটের মধ্যে একটি মুক্ত বাণিজ্য, যেখানে ইউরোপিয়ান কোর্টের কোনো ভূমিকা থাকবে না। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ