Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ম্যানচেস্টার ডার্বিতে সিটির জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ৯:১৫ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে সুবিধা করতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে লিভারপুলের কাছে বড় ব্যবধানে হারের পর টটেনহ্যামের বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তিতে ফেরা ক্রিস্টিয়ানো রোনালদোর দল হারল ঠিক তার পরের ম্যাচ। এবার চ্যাম্পিয়ন ও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে রেড ডেভিলস।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে ইউনাইটেড। লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতে হেরেছে রোনালদোরা।

ম্যানচেস্টার ডার্বির শুরুটা হোঁচট খেয়ে করে ওলে গানার সুলসার বাহিনী। এরিক বেইলির আত্মঘাতী গোলে ম্যাচের ৭ মিনিটে লিড নেয় সিটিজেনরা।

প্রথমার্ধের শেষ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে ব্যবধান বাড়িয়ে বিরতিতে যায় সিটি। লেফট ব্যাক জোয়াও কানসেলোর অ্যাসিস্ট থেকে বল পেয়ে ডান পায়ে কোনো রকমে শট নেন সিলভা।

বারের সাইড ঘেষে দাঁড়িয়ে থাকা গোলকিপার ডি গিয়ার গায়ে লেগে বল ফাঁক গলে চলে যায় জালে।

দুই গোলে পিছিয়ে থেকে আর ফেরা সম্ভব হয়নি ইউনাইটেডের। রোনালদোর একটি দারুণ ভলি শট রুখে দেন সিটির গোলকিপার এডারসন।

৬৮ শতাংশ বল দখলে রেখে বলা চলে দাপুটে জয়ের প্রশান্তি নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার বাহিনী।

এ জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিভারপুলকে হটিয়ে টেবিলের দুইয়ে চলে এসেছে সিটি। আর লিগে চার হারে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে ইউনাইটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ