বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদাতা : গতকাল বিকালে ফেনী শহরের দেওয়ানগঞ্জ নামক স্থানে ১০ লাখ টাকার গাঁজা ধ্বংস করেছে প্রশাসন। ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর উপস্থিতিতে এই গাঁজা ধ্বংস করা হয়। উল্লেখ্য গত ২৭ জানুয়ারী ছাগলনাইয়ার শুভপুর রাস্তার মাথায় ছাগলনাইয়া থানার পরিদর্শক রাশেদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফেনী-ট-১১-০১৪২ নাম্বারের ট্রাক ভর্তি গাঁজা আটক করে। এসআই পায়েল গাঁজাগুলো ধ্বংস করার জন্য ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফেনীতে নিয়ে আসেন। এ সময় ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনের উপস্থিতিতে আগুন দিয়ে প্রায় ১০০ কেজি গাঁজা ধ্বংস করা হয়। ছাগলনাইয়া থানার এস.আই পায়েল গাঁজা ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে পরবর্তীতে এ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে আটক এবং গাঁজাসহ উদ্ধারকৃত ট্রাকটি ছাগলনাইয়া থানায় রক্ষিত আছে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।