আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে প্রথম দশ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান করেছে ক্যারিবিয়ানরা।
ম্যাচটিতে শুরুতে ভালো কিছু করার আশা দেখালেও দ্রুত সময়ের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ফেলে তারা। দলীয় ৩০ রানের সময় গেইল ১৫ রান করে কামিন্সের বলো বোল্ড আউট হন। এরপর জস হ্যাজেলউডের বলে ক্যাচ আউট হন নিকোলাস পুরান। তিনি মাত্র ৪ রান করতে সমর্থ হন। এরপরের বলেই রস্টন চেজ হ্যাজেলউডের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর ক্রিজে আসেন শেমরন হেটমায়ার। অপর প্রান্ত আগলে ধরে খেলতে থাকেন এভিন লুইস। এ কারণে পাওয়ার প্লে শেষে ৫০ রান তুলতে সমর্থ হয় ক্যারিবিয়ানরা। যদি উইকেটগুলো ধরে রাখতে সমর্থ হতো তারা তাহলে বিষয়টি ভিন্ন হত। কিন্তু ম্যাচের দশতম ওভারে লুইস ২৬ রান করে অ্যাডাম জাম্পার বলে ক্যাচ আউট হন। তখন দলের রান ৭০। ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের বাকি উইকেটগুলো ধরে রেখে পরের পুরো ২০ ওভার খেলতে পারে তাহলে বড় সংগ্রহই দাঁড় করাতে পারবে। আর যদি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাহলে বিশ্বকাপের শেষটাও খারাপ যাবে তাদের।