রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই এলাকার ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আত্মীয়তার খাতিরে অন্য উপজেলার বাসিন্দাদের নিজ এলাকার বাসিন্দা বানিয়ে ভিজিডি কার্ড বরাদ্দ দেয়া, সরকারের ১০টাকা কেজি দরের চাল বিক্রি কার্যক্রমে দরিদ্র ব্যক্তিদের তালিকাভুক্তি না করে গ্রাম্য দলাদলির জেরে নিজের সমর্থক সচ্ছল ব্যক্তিদের কার্ড দেয়া, মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে ভাতা প্রদান করা, ভিজিএফ-এর চাল মাপে কম দেয়াসহ বিভিন্নভাবে স্বেচ্ছাচারিতার অভিযোগ মিলছে তার বিরুদ্ধে অহরহ। আর এসব অনিয়ম ও দুর্নীতির অবসান ও এ থেকে রক্ষা পেতে গ্রামবাসী সুনির্দিষ্ট প্রমাণসহ উপজেলা প্রশাসনের কাছে কয়েক দফা অভিযোগ দাখিল করলেও কোন ফল পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। রহস্যজনক কারণে অভিযোগের তদন্ত পর্যন্ত হয় না এবং হলেও তা কোন না কোনভাবে ধামাচাপা দেয়া হয়। ফলে ভুক্তভোগী গ্রামবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদার বলেন ‘এসব অভিযোগ সত্য নয় এটি রাজনৈতিকভাবে আমাকে হেয় ও হয়রানি করতে প্রতিপক্ষের অপচেষ্টা মাত্র।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।