পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ক্ষমতাসীন দলের লুটপাটকারীদের লাভবান করাতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে, এতে সাধারণ মানুষের বাসভাড়া, দ্রব্যমূল্যসহ সব কিছুর দাম বাড়বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের কৃষকরা। যারা ডিজেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ দিয়ে থাকেন। ডিজেলের দাম বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়বে। আজকে দ্রব্যমূল্য বলেন, ডিজেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বার বার বৃদ্ধি সব কিছুতেই তারা (ক্ষমতাসীন), লুটপাটকারীরাই লাভবান হবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর উদ্যোগে দ্রব্যমূল্যের উধর্বগতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্যসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, ডিজেল প্রতি লিটারে ১৫ টাকা দাম বাড়ানো হয়েছে। এই টাকা তো সাধারণ মানুষের পকেট থেকে যাবে। এই মূল্য বৃদ্ধির কাজটি তারা অব্যাহতভাবে করে যাবে, এটা বন্ধ হবে না। কারণ দেশে জনগণের কোনো সরকার নেই। জনগণের কাছে এদের (সরকারের) কোনো দায়বদ্ধতা, জবাবদিহিতা নেই। তারা লুটপাট করে এসব টাকা বিদেশে পাঁচার করছে। কোনো টাকা দেশে থাকছে না।
তিনি বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে একমাত্র পথ ওদের হাত থেকে দেশকে মুক্ত করা। সবাই মিলে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এখন আন্দোলন করতে হবে। শুধু বিএনপির দায়িত্ব নয়, সকলকেই এগিয়ে আসতে হবে, সকলকেই এগিয়ে আসতে হবে দেশকে মুক্ত করার জন্য।
সাবেক বাণিজ্য মন্ত্রী বলেন, যাদের দায়িত্ব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার তারাই লুটপাট করছে। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি একটি চিত্র বিএনপির সময় থেকে আমরা তুলনা করি- একটা অবিশ্বাস্য চিত্র ফুটে উঠবে। কত গুণ চালের দাম বেড়েছে, কত গুণ ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বাসের ভাড়া বেড়েছে, ট্রাকের ভাড়া বেড়েছে, রিকশা ভাড়া বেড়েছে? প্রত্যেকটার পেছনে রাষ্ট্রীয় তহবিল লুটপাট করার একটা ইতিহাস আছে।
বিএনপির এই নেতা বলেন, তারা (সরকার) জনগণের কাছ থেকে ট্যাক্স, ভ্যাট, উচ্চ দ্রব্যমূল্যের মাধ্যমে বিভিন্নভাবে অর্থ লুট করছে। বিদ্যুতে দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিদ্যুতের দাম যতবার বেড়েছে এই টাকাগুলো যারা বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছে কুইক রেন্টাল, রেন্টাল খাতের মাধ্যমে সরকারের লোকজন তাদের পকেটে নিচ্ছে। এই সব বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন না করে পয়সা পাচ্ছে। সরকার তাদের সাথে এমন একটা চুক্তি করেছে যে, বিদ্যুৎ উৎপাদন না করলেও পয়সা পাবে। শুধু তাই না, সরকার এমন আইন করেছে কোনো মামলা করা যাবে না। সংগঠনের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা রিয়াজুল ইসলাম রিজু, শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।