নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাবনা অনেকটাই ধূসর হয়ে গিয়েছিল ভারতের। তবে রানরেট বাড়িয়ে রাখলে একটা সুযোগ আসতেও পারে। সেই সুযোগেরই অপেক্ষায় ছিল টিম ইন্ডিয়া। সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে কাজটা দারুণভাবেই করেছে তারা। আন্ডারডগ স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রেখেছেন বিরাট কোহলিরা।
গতকাল রাতে দুবাইয়ে টস জিতে প্রথমে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে জাদেজা-শামিদের বোলিং তোপে ইনিংসের ১৪ বল থাকতেই ৮৫ রানে অলআউট হয় স্কটিশরা। জবাবে মাত্র ৬.৩ ওভারে ২ উইকেটে ৮৯ রান তুলে বড় জয় পায় ভারতীয়রা।
বিশ্বকাপের শেষ চারে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয়ের সঙ্গে নেট রানরেটও বাড়িয়ে নিতে হবে-এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে কাজটা ঠিকভাবেই করছে ভারত। আগের ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে নেট রানরেটে বড় লাফ দিয়েছিল তারা। এবার স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে লক্ষ্য পেরিয়ে বড় জয়ের সঙ্গে রানরেটও অনেক বেড়ে গেছে ভারতের। আফগানিস্তন-নিউজিল্যান্ডের থেকে এখন ভালো রানরেট দলটির।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বলে ৩০ রানের ঝড় তুলে ওপেনার রোহিত শর্মা ফিরলেও ১৮ বলেই ফিফটি তুলে নেন লোকেশ রাহুল। অবশ্য ফিফটির পরই তাকেও ফিরতে হয়েছে সাজঘরে। ১৯ বলে ৫০ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ৪টি ছক্কা হাঁকান এই ওপেনার।
এর আগে ব্যাটিংয়ে নেমে দারুণ আত্মবিশ্বাসী শুরুই করেছিলেন স্কটল্যান্ডের ওপেনার জর্জ মুনসে। কিন্তু ভারতীয় বোলারদের তোপে ২৯ রান তুলতেই ৪ ব্যাটারকে হারায় স্কটল্যান্ড। এই ২৯ রানের মধ্যে ২৪ রানই মুনসের। তিনি ১৯ বলে ৪ বাউন্ডারি ও এক ছয়ের মারে করেন এই রান।
পাওয়ার প্লেতে ২৭ রান তুলে অধিনায়ক কাইল কোয়েতজার (১) আর মুনসকে হারায় স্কটিশরা। সপ্তম ওভারে এসে চার বলের মধ্যে রিচি বেরিংটন (০) আর ম্যাথু ক্রসকে (২) আউট করেন জাদেজা। তারপরও ঝড়ো ব্যাটিংয়ে দলকে কিছুটা এগিয়ে নেন মাইকেল লিস্ক। ১২ বলে ২১ রান করা এই ব্যাটারকেও আউট করেন জাদেজা। ৬৩ রানে ৬ উইকেট হারানো স্কটল্যান্ড শেষ ৪ উইকেটে যোগ করতে পেরেছে আর ২২ রান। জাদেজা ৪ ওভারে ১৫ রানে এবং শামি ৩ ওভারে ১৫ রানে পান ৩টি করে উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।