Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপগ্রহ থেকে ইন্টারনেট!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

নতুন একটি ইন্টারনেট প্রকল্প নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং করপোরেশন। এই প্রকল্পে মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে পাওয়া যাবে ইন্টারনেট সুবিধা।
মার্কিন কর্তৃপক্ষগত বুধবার বোয়িং কর্তৃপক্ষকে ইন্টারনেট সরবরাহের জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এক বিবৃতিতে বলেছে, তারা বোয়িংকে মহাকাশে কৃত্রিম উপগ্রহপুঞ্জ নির্মাণ, স্থাপন ও পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী আবাসিক, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক, সরকারি ও পেশাদার ব্যবহারকারীদের জন্য ব্রডব্যান্ড এবং যোগাযোগ পরিষেবা দেয়া হবে। এফসিসির চেয়ারম্যান জেসিকা রোজেনওরসেল বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে উন্নত সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা।’ বোয়িংয়ের এক বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইট প্রযুক্তির জন্য বহু-কক্ষপথের ভবিষ্যৎ দেখছে প্রতিষ্ঠানটি। যেহেতু কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগের চাহিদা বাড়ছে, তাই এ ক্ষেত্রে গ্রাহকের চাহিদা মেটাতে কক্ষপথ ব্যবস্থাপনা ও ফ্রিকোয়েন্সিতে আরও বৈচিত্র্যের প্রয়োজন হবে। শুরুতে বোয়িংকে ১৪৭টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য সবুজ সংকেত দেয়া হয়েছে। এসবের মধ্যে অধিকাংশ কৃত্রিম উপগ্রহ নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে। এর মধ্যে ১৩২টি কৃত্রিম উপগ্রহ থাকবে ৬০০ মাইল উঁচুতে। ১৫টি স্থাপন করা হবে ১৭ হাজার থেকে ২৭ হাজার মাইল উঁচুতে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ