Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মন্ত্রীকে ছেড়ে দেয়ার নির্দেশ সুদান সেনা প্রধানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

সুদানের জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান গত সপ্তাহে তার নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর আটক হওয়া চার মন্ত্রীকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে একথা বলা হয়।
সেনাবাহিনী বলেছে, দেশটিতে নতুন একটি সরকার গঠন ‘অনিবার্য’ হয়ে পড়েছে। এ কথা জানানোর পর তাদেরকে মুক্তি দেয়া হলো।
সুদান টিভি জানায়, ‘সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হাশেম হাসাব আলরাসৌল, আলী গাদ্দো, হামজা বালৌল ও ইউসাফ আদমকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন।’

আলরাসৌনল হচ্ছেন টেলিকমিউনিকেশন, গাদ্দো বাণিজ্য, বালৌল তথ্য এবং আদম যুব ও ক্রীড়া মন্ত্রী।
সুদান সেনাবাহিনী বৃহস্পতিবার জানায়, দেশটিতে একটি নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। বুরহানের তথ্য উপদেষ্টা তাহের আবৌহাগা বলেন, ‘আমরা জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করতে দেশের অভ্যন্তরীণ ও বাইরের সকল পদক্ষেপ বিবেচনা করছি। এ লক্ষ্যে ‘খুব শিগগিরই সরকার গঠন করা হচ্ছে।’

বুরহান ও জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেসের মধ্যে ফোনালাপের পরপরই মন্ত্রীদের ছেড়ে দেয়া হয়। এ সময় জাতিসংঘ মহাসচিব গণতন্ত্রের পথ সুগম করতে সামরিক প্রধানের প্রতি আবেদন জানিয়েছেন। সূত্র : এএফপি।



 

Show all comments
  • engr. shah alam ৬ নভেম্বর, ২০২১, ৯:১৭ এএম says : 0
    Trasport fair can gradualy increase.but sudden increase will create a violent situation in the genaral people. govt. many buses should repair. so huge transport for average population available.Manufacturing country should be better for more years lusting like BTRC BUSES, RAIL TRASPORT & WATER TRANSPORT.MORE NEW FERRY SHOULD PROCURE,WATWER TRANPORT,BUSES ETC TRASPORT FOR AVERAGE POPULATION IN ALMOST ALL DISTRICTs OF BANGLADESH .MILLIONS OF PEOPLE CAN RESCUE FROM ACCIDENT.THOUSANDS OF PEOPLE CAN SAVE FROM ACCIDENTof Bangladesh. ENGR SHAH ALAM ( CHIEF MECHANICAL ENGINEER)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ