মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র নৌবাহিনী সমুদ্র তলদেশে পর্বতের সঙ্গে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সাবমেরিনের কমান্ডিং অফিসার, নির্বাহী কর্মকর্তা এবং এক শীর্ষ নাবিককে বরখাস্ত করেছে। এতে বলা হয় গত ২ অক্টোবরের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব ছিল। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এ দুর্ঘটনার তদন্তের পর কমান্ডার ক্যামেরন আলজাইলানি এবং অপর দুইজনকে বরখাস্ত করা হয়। গুয়ামে পৌঁছানোর জন্য ইউএসএস কানেকটিকাট সাবমেরিনটি এক সপ্তাহ ধরে সমুদ্র তলদেশ দিয়ে চালানো হয়।
পশ্চিম প্রশান্ত মহাসাগর ভিত্তিক ৭ম ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, ‘শব্দ তরঙ্গ পর্যবেক্ষণ, বিচক্ষণ সিদ্ধান্ত এবং নেভিগেশন পরিকল্পনা, ওয়াচ টিম এক্সিকিউশন এবং রিস্ক ম্যানেজমেন্টের প্রয়োজনীয় পদ্ধতি মেনে চললে ঘটনাটি প্রতিরোধ করা যেত।’ গুয়ামে সাবমেরিনটির ক্ষয়ক্ষতির মূল্যায়নের পরে এটি মেরামতের জন্য ওয়াশিংটনের রেমারটনে মার্কিন সাবমেরিন ঘাঁটিতে ফিরে আসবে।
গত সপ্তাহে নৌবাহিনী বলেছিলো, তদন্তে দেখা গেছে যে সাবমেরিনটি সমুদ্রের তলদেশ দিয়ে টহলের সময় ‘পর্বতে’ আঘাত করেছিল। দুর্ঘটনায় ১১ নাবিক আহত হয়েছে। সূত্র : আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।