মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ-২৬) ষষ্ঠ দিনে ফ্রাইডেস ফর ফিউচারের আয়োজিত হাজার তরুণের এক ক্লাইমেট মার্চে যোগ দিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবারি। এর আগে, স্কুলে না গিয়ে প্রতি শুক্রবার সুইডেনের পার্লামেন্ট ভবনের বাইরে পরিবেশ রক্ষার দাবিতে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিলেন গ্রেটা থুনবারি। তার ওই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্বব্যাপী ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট গড়ে ওঠে।
ওই মার্চ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার তরুণরা। ভবিষ্যতের কথা চিন্তা না করেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ চলছে। এসব আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে তরুণদের সজাগ হতে হবে। তাছাড়া নিজেদের অস্তিত্ত্ব বিলীন হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ক্লাইমেট মার্চের আয়োজক তরুণরা। এদিকে, চলমান কপ-২৬ সম্মেলনের লক্ষ্য বৈশ্বিক উষ্ণায়ণ দেড় ডিগ্রির নিচে রাখার ব্যাপারে পার্টিগুলোকে একমতে পৌঁছানোর রাস্তায় রাখা। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাপারে অংশগ্রহণকারী দেশগুলো একমতে পৌঁছালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে।
অন্যদিকে, ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে সম্মত হয়েছে আমেরিকা, ব্রিটেনসহ ইউরোপের দেশগুলো। ভারত কার্বন নিঃসরণ শূন্য করতে সময় চেয়েছে ২০৭০ সাল পর্যন্ত। আবার, চীন-রাশিয়া-তুরস্কের মতো দেশগুলো এ সম্মেলন থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে। সূত্র : ইয়াহু নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।