বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০কোটি টাকার মানহানী মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না।
গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন নিম্মীর আদালতে জেলা ছাত্রলীগের ওই নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী শওকত আলী সিকদার জানান, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহন করে গোপালগঞ্জ সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দায়ের করতে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মুন্না জানিয়েছেন, ২০০৮ সালের সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ডিজিএফআই সরবরাহকৃত তথ্য যাচাই না করেই প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম ইতিমধ্যে স্বীকার করেছেন। এ বিষয় গুলো নিয়ে রাজনীতিবিদদের প্রতি জনগনের মধ্যে নৈতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই রিপোর্টের কারনে শেখ হাসিনাকে দীর্ঘ দিন কারা বরন করতে হয়। এছাড়া তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানীর শিকার হতে হয়েছে। সম্প্রতি এ বিষয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে। বঙ্গবন্ধু ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। প্রধানমন্ত্রী ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বিভ্রান্তিমূলক মানহানিকর সংবাদ পরিবশেন করায় বাদী ও তার সংগঠনের ১০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।