মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাজ্যের বড় শহর ও বিমানবন্দরগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছেন পরিবেশবিদরা। মূলত পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের দাবিতে এমন বিক্ষোভের আয়োজন করতে যাচ্ছে তারা।
শুক্রবার (৫ নভেম্বর) যুব ও পাবলিক ক্ষমতায়ন দিবসে ৮ থেকে ১০ হাজার মানুষ স্কটল্যান্ডের কেলভিংগ্রোভ পার্কে বিক্ষোভ করেন। এছাড়া গ্লাসগো স্কয়ার ও গ্লাসগো সিটি সেন্টারে সবাই মিলিত হন।
কপ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (৬ নভেম্বর) গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস উপলক্ষে আনুমানিক ৫০ হাজার মানুষ কেলভিংগ্রোভ পার্ক ছেড়ে গ্লাসগো গ্রিনে যাবে।
সূত্র জানায়, গ্লাসগো বিমানবন্দরসহ যুক্তরাজ্যের ১০টি বিমানবন্দরে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। গ্লাসগো শহরে মিছিল ও নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য রাস্তা বন্ধ এবং বিধিনিষেধ কার্যকর করবেন পরিবেশবাদীরা।
এই দুই দিন শহরে যানজট ও ভ্রমণে বিঘ্ন ঘটবে। গ্লাসগোতে ও এর আশেপাশে স্কটরেল সেবাগুলো আগে ও পরে উভয় দিনই ব্যস্ত থাকতে পারে। সম্মেলন রোববার (৭ নভেম্বর) বন্ধ থাকবে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।