আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। আফ্রিকার দেশটির বিপক্ষে মাস্ট উইন ম্যাচে ব্যাট করতে নেমে কিছুটা চাপে আছে কিউইরা। ম্যাচটির প্রথম ১৭ ওভার পর্যন্ত রানের ফোয়ারা ছোটাতে পারেননি তারা। ১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান তুলেছে।
ম্যাচটির শুরুর দিকে ওপেনার মার্টিন গাপটিল মাত্র ১৮ রান করে ফিরে যান। তখন দলের রান মাত্র ৩০। তাকে ফেরান ডেভিড ভিসা। এরপর দলীয় ৪৩ রানের সময় ডারউইল মিচেল ১৯ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পরে তারা। মিচেল আউট হন বার্নার্ড স্কল্টজের বলে। সেই চাপ সামলে নিয়ে রান তোলার দিকে মনযোগ দেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। তবে বেশি দূর আগাতে পারেননি এ দুজন। দলীয় ৮১ রানের সময় ফিরে যান অধিনায়ক উইলিয়ামসন। তিনি আউট হওয়ার আগে করেন ২৮ রান। উইলিয়ামসনকে বোল্ড আউট করে দেন জেরহার্ড এরাসমুস। এরপর কনওয়ে দলীয় ৮৭ রানের সময় রান আউট হন।