Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ৩:৪৮ পিএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টসে হেরেছে নিউজিল্যান্ড। আর টসে হেরে প্রথমে ব্যাট করতে হচ্ছে তাদের। নামিবিয়ার অধিনায়ক জার্ড এরাসমুস টসে জিতে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।।
 
সেমির আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে এমন পরিসংখ্যান নিয়ে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে তারা খেলেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে যাদের নিয়ে খেলেছিল তারা, আজ সেই একই দল নিয়ে খেলবে নামিবিয়ার বিপক্ষে। 
 
অপরদিকে আফ্রিকার দেশ নামিবিয়া তাদের দলে দুটি পরিবর্তন এনেছে। পানিশূণ্যতার সমস্যায় ভোগার কারণে বিশ্রাম দেয়া হয়েছে জান ফ্রাইলিঙ্ককে। অপরদিকে বাদ পরেছেন শিকোঙ্গো। তাদের বদলে খেলবেন বিরকিনস্টোক ও স্কল্টজ। 
 
টসে জিতে বোলিং নেয়ার কারণ হিসেবে নামিবিয়ার অধিনায়ক বলেছেন পিচের যে কন্ডিশন তাতে রান তাড়া করলেই জেতা যাবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ