Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোয়েব আক্তারের কাছে কয়েক লাখ বার মাফ চাইবেন সেই টিভি উপস্থাপক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১:৪৮ পিএম | আপডেট : ২:১২ পিএম, ৫ নভেম্বর, ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের টেলিভিশন পিটিভি স্পোর্টসের একটি অনুষ্ঠানে বিবাদে জড়ান কিংবদন্তি পেসার শোয়েব আক্তার ও ওই অনুষ্ঠানের উপস্থাপক ডা. নওমান নিয়াজ। শোয়েব আক্তারকে নওমান নিয়াজ মাঝপথে অনুষ্ঠান থেকে বের হযে যেতে বলেন, ফলে শোয়েব কিছুক্ষণ বাদে সত্যি সত্যি বের হয়ে যান। যদিও এর আগে পাকিস্তানের গতি তারকা নিয়াজকে তার এমন রূঢ় ব্যবহারের জন্য ক্ষমা চাইতে বলেন। কিন্তু তিনি ক্ষমা না চাওয়ায় শোয়েব চলেই যান।
 
এমন ঘটনার পর প্রায় সকলে শোয়েব আক্তারের পক্ষে যান। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত নিয়াজের সমালোচনা করেন। এই জায়গাতেই শেষ না। শোয়েব আক্তারকে অপমান করে নিয়াজ নিজেই অপমানিত হন। শোয়েব চলে যাওয়ার পর নিয়াজকে বের করে দেয় পিটিভি কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখন নিয়াজই আছেন সবচেয়ে বড় বিপদে।
 
যে নিয়াজ শুধুমাত্র একবার ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন, সেই তিনি জানিয়েছেন ওই ঘটনার জন্য এখন কয়েক লাখ বার ক্ষমা চাইবেন। 
 
একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন ড. নিয়াজ। তিনি বলেন,'অন-এয়ারে আমি যে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম সেটি ঠিক ছিল। মানুষই ভুল করে। তবুও এমন ঘটনা হওয়া উচিত ছিল না, আমি এখন এ ঘটনার জন্য একবার না কয়েক লাখ বার ক্ষমা চাইতে রাজী। আমি জানি আমি অনেকের মনে কষ্ট দিয়েছি যার মধ্যে রয়েছে শোয়েব আক্তারও, যে একজন আমুদে তারকা।'
 
তিনি আরো জানান পুরো জাতির সামনে শোয়েব আক্তারের কাছে ক্ষমা চাইবেন তিনি। এ ব্যপারো নিয়াজ বলেন, 'আমি কাউকে অসম্মান করতে চাই না। আমি ওই ঘটনার জন্য পুরো জাতির সামনে ক্ষমা চাইতে প্রস্তত আছি, কারণ আমি মনে করি এটি আমার দায়িত্ব ও কর্তব্য।'


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ