বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সুপ্রিমকোর্টে ইংরেজীতে কজলিস্ট (কার্যতালিকা) বন্ধ করার জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নিকট আবেদন করেছেন আইনজীবী এএনএম আবেদ রাজা। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর এ আবেদন করেন বলে জানিয়েছেন ওই আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয়, উচ্চ আদালতে বাংলা ভাষা প্রচলনের জন্য কিছু বিচারক সিন্ধান্তও নিয়েছে। অধিকন্তু এটা ফেব্রুয়ারি মাস। ভাষা আন্দোলনের এ মাসে ইংরেজিতে কজলিস্ট ছাপানো ২১শে ফেব্রুয়ারির চেতনার পরিপন্থি কিনা সে বিষয়ে প্রধান বিচারপতিকে বিবেচনা করার আবেদন জানান তিনি। বাংলা ভাষা যেখানে পৃথিবীর সর্বদেশে বর্তমানে সমাদৃত হচ্ছে। সেখানে বাংলাদেশের উচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলনে উৎসাহিত না করা হলে দুঃখবোধ বেড়ে যায় বলেও জানান আইনজীবী। একই সঙ্গে আবেদনের মাধ্যমে হাইকোর্ট বিভাগের কজলিস্ট বাংলায় ছাপানোর বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। সম্পূর্ন অভ্যস্থ না হওয়া পর্যন্ত দৈনিক কজ লিস্ট ছাপানো যাতে বন্ধ না হয় তাও অনুগ্রহ পূর্বক প্রধান বিচারপতিকে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।