নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশের বিপক্ষে জিতে শ্রীলঙ্কার সেমিফাইনালের আশা আগেই নিভিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে লঙ্কানদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের জন্য গতকালের ম্যাচটা ছিল এমন-জিতলে সমীকরণের মারপ্যাঁচে সেমিফাইনালের আশা টিকে থাকবে। টিকে থাকার কাজটা ঠিকঠাক করতে পারলেন না কাইরন পোলার্ড-আন্দ্রে রাসেলরা। আবুধাবিতে ক্যারিবিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচটাতে লঙ্কানরা জিতেছে ২০ রানে।
এই হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। বর্তমান চ্যাম্পিয়নদের বিদায়ে ১৪ তারিখ দুবাইয়ে ফাইনালে নতুন চ্যাম্পিয়নের হাতে উঠছে শিরোপা। গতকাল শ্রীলঙ্কার দেওয়া ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১০ রানের মধ্যে দুই ওপেনার ক্রিস গেইল আর এভিন লুইসের উইকেট হারানোর পর আরেকবার নিষ্প্রভ থাকলেন গেইল। বিনুরা ফার্নান্দোর বলে ওয়ানিন্দু হাসারাঙ্গা হাতে ক্যাচ দিয়ে ফেরেন এক রান করে।
এক পাশে ক্যারিবিয়ানদের আশার আলো ঝালিয়েছেন নিকোলাস পুরান। তবে ৩৪ বলে ৪৬ রান করে পুরান আউট হলে চাপ বাড়ে ক্যারিবিয়ানদের। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থামে ১৬৮ রানে। বিশ্বকাপে প্রথম ফিফটি করে ৮০ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার।
এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ক্যারিবিয়ানরা। তবে আগে ফিল্ডিং বেছে নিয়ে সুবিধা করতে পারেননি রাসেল-ডোয়াইন ব্রাভোরা। পুরো ইনিংসে শ্রীলঙ্কার মাত্র তিন উইকেট ফেলতে পেরেছেন। শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর কুশল পেরেরা। পেরারার (২৯), নিশাঙ্কা (৫১) ছাড়াও আশালঙ্কার ৬৮ রানের ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৮৯।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।