Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে বিশ্বকাপ মিশন শেষ করল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম | আপডেট : ১২:০৪ এএম, ৫ নভেম্বর, ২০২১
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ২০ হারিয়েছে শ্রীলঙ্কা। এই হারে সুপার টুয়েলভেই শেষ হলো গেইল-রাসেলদের বিশ্বকাপ মিশন। নিজেদের শেষ ম্যাচে ৬ নভেম্বর ক্যারিবিয়ানরা খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার হলেও অজিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচেই নিশ্চিত হবে তাদের সেমির ভাগ্য। 
 
ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ২০১০ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পরেছিল। এরপর ২০১২ সালে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয়, পরের বছর সেমিতে খেলে। এরপরের আসরে ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো জিতে নেয় বিশ্বকাপ। 
 
এদিকে ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান করে শ্রীলঙ্কা। এমন বড় সংগ্রহ পার করার সামর্থ্য আছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ওপেনার ও শুরুর দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে প্রথম দিকেই চাপে পরে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই চাপ ম্যাচের বাকি সময়ে আর টপকাতে পারেনি তারা। সব শেষে পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে সমর্থ হয় তারা। ফলে শ্রীলঙ্কা পায় ২০ রানের জয়।
 
ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজে হয়ে ৫৪ বল খেলে সর্বোচ্চ ৮১ রান করেন শেমরন হেটমায়ার। তিনি অপরাজিত ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন নিকোলাস পুরান। বাকিরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিনুরা ফার্নান্দো ও চামিকা করুণারত্নে। 
এর আগে  আবু ধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৮৯ রান করে বিশ্বকাপে নিজেদের  নতুন সর্বোচ্চ রান তোলে লঙ্কানরা। ম্যাচটিতে শ্রীলঙ্কার হয়ে ৪১ বলে  ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন চারিথ আসালাঙ্কা। তিনিই দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আন্দ্রে রাসেল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ