Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গলফ বলচোর কুমির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:০৭ এএম

ঝকঝকে রৌদ্রোজ্জ্বল একটি দিনে প্রতিযোগিতার অংশ হিসেবে গলফ খেলতে গিয়েছিলের কেইথ উইলিয়ামস নামের একজন। ঘাস বিছানো সবুজ কোর্টে সাদা বলের ছোটাছুটি চলছিল। হঠাৎই বাধে বিপত্তি। গলফ কোর্টের পাশে হ্রদ থেকে উঠে আসে জলজ্যান্ত একটি কুমির। এরপর গলফের সাদা বল মুখে নিয়ে দে ছুট! বলসমেত সোজা হ্রদের পানিতে ঝাঁপিয়ে পড়ে কুমিরটি। ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন কেইথ। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হলে তা ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ঘটনাটি ঘটেছে গত ৯ অক্টোবর, যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে। জানা গেছে, মিসিসিপি অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর গালফপোর্টের উইনড্যান্স গলফ কোর্সে একটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন কেইথ। ঝকঝকে দিনের আলোয় চলছিল খেলা। কেইথ একটি শট খেললে সাদা বলটি হ্রদের পাশের ১২ নম্বর গর্তে গিয়ে পড়ে। এর পরপরই ঘটে ওই ঘটনা। অক্টোবরের শেষের দিকে কেইথের স্ত্রী ভিক্টোরিয়া উইলিয়ামস সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, কুমিরটি হ্রদের পানি থেকে উঠে হেলেদুলে সাদা রঙের গলফের বলটির দিকে এগিয়ে যাচ্ছে। বলটি মুখে তুলে নেয়, এরপর বলসমেত ফিরে যায় হ্রদের পানিতে।
এই ভিডিওর নিচে অনেকেই মজা করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, কুমিরটি হয়তো গলফ খেলতে চেয়েছিল। আরেকজন লিখেছেন, সাদা রঙের গলফের বলটি দেখতে অনেকটা ডিমের মতো। কুমিরটি হয়তো সেটিকে ডিম ভেবে মুখে পুরে পানিতে নিয়ে গেছে। আরেকজন মজা করে লিখেছেন, গলফ বলচোর কুমির। কুমিরটি গলফ বল নিয়ে কী করেছে, সেটা জানা না গেলেও এতে খুব একটা লোকসান হয়নি গলফার কেইথের। যুক্তরাষ্ট্রের গলফ অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, গলফ কোর্সে এই ধরনের অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলে কিংবা পশুপাখির কারণে খেলা বাধাগ্রস্ত হলে সেই শট বাতিল হয়ে যাবে। গলফের ভাষায় তা ফ্রি ড্রপ। অর্থাৎ প্রতিযোগী ওই শট আবার খেলার সুযোগ পাবেন। নিয়ম মেনে কেইথও সেই সুযোগ পেয়েছেন। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ