টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সময়টা বড্ড খারাপ যাচ্ছে। বর্তমানে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বিদায় নেয়ার দ্বারপ্রান্তে আছে তারা। তবুও শেষ আশা বলে একটা কিছু আছে। সেই আশা বাঁচিযে রাখতে ওয়েস্ট ইন্ডিজকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিতে হবে। এরপর তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর দিকে।
তবে ওয়েস্ট ইন্ডিজের এ কাজটি কঠিন করে দিয়েছে শ্রীলঙ্কা। আজ আবু ধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে যা তাদের নতুন সর্বোচ্চ রান। ফলে এখন শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে তাদের ডিঙাতে হবে রানের বিশাল বড় পাহাড়।
ম্যাচটিতে শ্রীলঙ্কার হয়ে ৪১ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন চারিথ আসালাঙ্কা। তিনিই দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আন্দ্রে রাসেল।