Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুবর্ণচরে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:০৯ এএম

সুবর্ণচরে এক মার্কেটিং কর্মকর্তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে গতিরোধ করে মারধর করে মোটরসাইকেলসহ নগদ অর্থ ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোররাতে চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজিজিয়া কচ্ছ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. ছেরাজুল হকের ছেলে। সে পেশায় আফতাব গ্রুপ সি-ট্রেড ফার্টিলাইজার লিমিটেড সুবর্ণচর এরিয়ার মার্কেটিং অফিসার।
দেলোয়ার জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় কুমিল্লায় কোম্পানির মিটিং থাকায় বাড়ি থেকে ভোর রাতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ৪ জন অস্ত্রধারী মুখোশ পরিহিত যুবক আমার মুখে মরিচের গুড়া ছিটিয়ে আমাকে আটক করে মারধর করলে আমি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ি। তাদের হাতে দেশীয় অস্ত্র, রামদা, পিস্তল ও লাঠি ছিলো। এ সময় দুর্বৃত্তরা আমার থেকে একটি স্মার্টফোন এর কোম্পানির মোটরসাইকেল ও নগদ ৫৮ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুবর্ণচর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ