Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের বাইরে নিজেদের শক্তি বুঝতে পেরেছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৯:৫৪ পিএম | আপডেট : ৯:৫৮ পিএম, ৪ নভেম্বর, ২০২১

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের সবগুলো ম্যাচে হেরেছে বাংলাদেশ। ফলে একদম খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। অথচ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে তবেই বিশ্বকাপ মিশনে গিয়েছিল। ঘরের মাটিতে দুই পরাশক্তিকে হারানোয় খেলোয়াড়দের আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। কিন্তু আরব আমিরাতে বিশ্বকাপ খেলতে গিয়ে উল্টো চিত্রই দেখল টাইগাররা। দেশে থাকা অবস্থায় এ বিষয়টি বুঝতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এখন বিশ্বকাপ খেলতে এসে বিদেশের মাটিতে নিজেদের শক্তি সামর্থ্যের কথা না কি বুঝতে পেরেছেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন অধিনায়ক। এ ব্যপারে তিনি বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো আমরা নিজেদের পায়ের নিচে মাটি খুঁজছি। সম্ভবত আমরা ঘরের মাটিতে ভালো করছি কিন্তু দেশের বাইরে আমরা নিজেরা নিজেদের অবস্থান দেখেছি। আমরা বুঝতে পারছি ব্যবধান। টপ টিমের সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে আমাদের কোথায় উন্নতি করতে হবে সেটাও বুঝতে পারছি। অনেক অনেক উন্নতির প্রয়োজন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি২০ কাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ