Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি সুবিদ আলীর বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন দাখিল ১ ডিসেম্বর

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানকে প্রথম প্রেসিডেন্ট বলার অভিযোগে সরকারদলীয় এমপি সুবিদ আলীর বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। পুলিশ প্রতিবেদন দাখিল না করায় গতকাল ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা এ আদেশ দেন। এরআগে চলতি বছরের ২২ আগস্ট কুমিল্লার দাউদকান্দির যুবলীগ নেতা মো. জিলানী সরকার বাদী হয়ে এ মামলা করেন। পরে আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে রাজধানীর শেরে বাংলানগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৭ আগস্ট সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট উল্লেখ করেন সুবিদ আলী ভূঁইয়া। পরের দিন ১৮ অগাস্ট বিভিন্ন দৈনিক পত্রিকা ও টিভিতে সুবিদ আলী ভূঁইয়ার বক্তব্য শুনে বাদী ‘হতভম্ব’ হয়ে যায়।
মামলায় আরো অভিযোগ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট উল্লেখ থাকা সত্ত্বেও সুবিদ আলী ভূঁইয়া একজন সংসদ সদস্য হইয়া এই ধরনের বক্তব্য প্রদান করিয়া সংবিধান লঙ্ঘন করেছে। এছাড়া জাতির জনকের প্রতি অসম্মান প্রদর্শন করেছে। দেশের কেটি কোটি মানুষের অন্তরে আঘাত দিয়া উক্ত সর্বজন স্বীকৃত মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক ও আওয়ামী লীগের মানের হানি ঘটাইয়াছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি সুবিদ আলীর বিরুদ্ধে করা মামলার প্রতিবেদন দাখিল ১ ডিসেম্বর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ