আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়েছে ভারত। এর মাধ্যমে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। সঙ্গে সেমিফাইনালে যাওয়ার আশা কিছুটা বাঁচিয়ে রাখল রবি শাস্ত্রীর শির্ষ্যরা।
ম্যাচটিতে টসে হেরে প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২১০ রান করে ভারত। জবাবে আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে থামে। ফলে ভারত পায় ৬৬ রানের বড় জয়। আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের জয় পাওয়ায় ভারতের রান রেট বেড়েছে। দুই পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থস্থানে আছে। এই ম্যাচে হারলেও রান রেটে এগিয়ে থাকায় আফগানিস্তান দ্বিতীয়স্থান ধরে রাখতে সমর্থ হয়েছে।
এদিকে ভারত আফগানিস্তানকে হারালেও এখন তারাই আগামী রবিবার আফগানিস্তানের সবচেয়ে বড় শুভাকাঙ্খী হবে। ওই দিন আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আর ম্যাচটিতে যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে তাহলে ভারতের শেষ চারে যাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। কিন্তু আফগানরা হেরে গেলে বড় ক্ষতি হয়ে যাবে কোহলিদের। নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে যদি নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় তুলে নেয় তাহলে আর কোন হিসাব-নিকাষের প্রয়োজন হবে না। এই গ্রুপ থেকে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিতে খেলবে কেন উইলিয়ামসন বাহিনী। তাই এখন এই গ্রুপে সবচেয়ে বড় বা আকর্ষণীয় ম্যাচে পরিণত হয়েছে নিউজিল্যান্ড-আফগানিস্তান লড়াইটি।
এদিকে এর আগে ব্যাট হাতে ভারতের হয়ে ঝড় তোলেন দুই ওপেনার রোহিত শর্মা ও লুকেশ রাহুল। তাদের ঝড়ে ২ উইকেট হারিয়ে ২১০ রান করতে সমর্থ হয় কোহলিরা। যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। স্কটল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ১৯০ রান করেছিল আফগানিস্তান। এটি এতদিন বিশ্বকাপের সর্বোচ্চ রান ছিল।
ম্যাচটিতে ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৫ রান তুলে ভারত। এরপরের ১০ ওভারে ১২৫ রান তুলেছে ম্যান ইন ব্লুরা।
ওপেনার রোহিত শর্মা ও লুকেশ রাহুল মিলে ওপেনিং পার্টনারশিপে ১৪০ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তাদের সর্বোচ্চ রানের পার্টনারশিট।
ম্যাচটিতে রোহিত ৭৪ রানে করিম জানাতের বলে ও রাহুল ৬৯ করে আউট হন গুলবাদিন নাইবের বলে আউট হন। এরপর ব্যাট করতে নামা ঋসভ পন্ত ২৭ ও হার্দিক পান্ডিয়া ৩৫ রান করে অপরাজিত থাকেন।
ভারত তাদের পাহাড় সমান রান লক্ষ্যমাত্রা দেয়ায় আফগানিস্তান বলতে গেলে ওই সময়ই হেরে যায়। তবুও শেষ পর্যন্ত সবগুলো ওভার খেলতে সমর্থ হয় তারা। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন করিম জানাত। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবী। ভারতের হয়ে ৩২ রানে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন মোহাম্মদ শামী। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রানে দুটি উইকেট নেন এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা রবিচন্দ্রন অশ্বিন।