আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী বিশ্বকাপ শুরু হওয়ার পর জানিয়েছিলেন তাদের লক্ষ থাকে কোন ম্যাচে টসে জিতলে আগে ব্যাটিং করবেন। প্রথমে ব্যাট করে তাদের ব্যাটসম্যানরা একটি বড় সংগ্রহ এনে দিবেন এবং সেটি তাদের বোলাররা ডিফেন্ড করবে। শুধু বিশ্বকাপ না প্রায় সব ম্যাচে আফগানিস্তান এই নীতি মেনে চলে। টসে জিতলেই তারা আগে ব্যাটিং নেয়।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতেও আগে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। এই বিষয়টিতে অবাক হয়েছেন প্রায় সকলে। এমনকি বিশ্বকাপে টিভি ধারাভাষ্যকাররাও বলাবলি করছিল তারাও বুঝতে পারছেন না কেন ভারতের বিপক্ষে বোলিং নিল আফগানিস্তান। তবে তারা এও সঙ্গে বলছেন ম্যাচটিতে তাদের অন্যতম সেরা স্পিনার মুজিব জাদরান নেই। তাই হয়তো রান ডিফেন্ড করার চেয়ে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। তাছাড়া এমনও হতে পারে যে তারা হয়তো দেখতে চেয়েছে রান তাড়া করে খেলতে নেমে কেমন করে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হয়ে একটু রাত হলেই মাঠে শিশির পরা শুরু হয়। ফলে তখন রান তোলাটা একটু কঠিন হয়ে যায়। তাই ভারতের বিপক্ষে টসে জিতে মোহাম্মদ নবীর বোলিং নেয়ার সিদ্ধান্তকে নেহায়তই বোকামি বলছেন ক্রিকেট ভক্তরা।